চট্টগ্রামে আইসিইউ থেকে করোনা রোগী ফিরছে কম, ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নেওয়া রোগীদের মৃত্যুর মিছিল যেন থামছেই না। সর্বশেষ গত ২৪ ঘন্টায় দুই সরকারি হাসপাতালে ৫ জন করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের সকলেই ছিলেন আইসিইউতে। ঠিক একইভাবে মঙ্গলবারও (৬ এপ্রিল) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইইসিউ ওয়ার্ডে ৫ জন করোনা রোগী মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ জনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এই দুই হাসপাতালে এই মুহূর্তে আইসিইউ শয্যা খালি আছে মোটে একটি।

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন ৩ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন ২ জন রোগী মারা গেছেন বলে হাসপাতালগুলোর নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহমেদ তানজিমুল ইসলাম জানান, জেনারেল হাসপাতালে মারা যাওয়া ৩ জনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৫২, ৬০ ও ৭২।

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের হাসপাতালে একটি আইসিইউ শয্যা খালি আছে। অন্যদিকে সবমিলিয়ে ১৪০ শয্যার বিপরীতে ১০০ জন রোগী ভর্তি আছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির বলেন, আমাদের কোভিড রোগীদের জন্য ১০টি আইসিইউ শয্যার সবগুলোতেই রোগী ভর্তি আছে। এর বাইরে ১৫টির মতো বেডে আমরা হাই ফ্লো ন্যাজল ক্যানোলা দিয়ে রোগীদের অক্সিজেন দিতে পারছি। তবে আমাদের কাছে প্রায় ৫০টি হাই ফ্লো ন্যাজোল ক্যানোলা আছে। প্রয়োজন হলে সেগুলো ব্যবহার করার প্রস্তুতিও আমাদের আছে।

করোনা ওয়ার্ডে রোগী ভর্তি বাড়লেও হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে রোগীর সংখ্যা কমেছে জানিয়ে চমেক হাসপাতালের পরিচালক বলেন, করোনা ওয়ার্ডে রোগীর চাপ থাকলেও অন্য ওয়ার্ডে রোগী কিন্তু কমছে। আমাদের এখানে এই মুহূর্তে মোট আড়াই হাজার শয্যার বিপরীতে সব মিলিয়ে রোগী আছে ১৯ শতর কাছাকাছি। এটা অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই কম।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!