চট্টগ্রামের ৭ শিশু ধর্ষক বেলাল ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় শিশুদের চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণকারী হিসেবে অভিযুক্ত সেই বেলাল দফাদার পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বেলালের বিরুদ্ধে বায়েজিদ থানায় ৯টি ধর্ষণসহ অস্ত্র ও মাদক আইনে ১৩টি মামলা রয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত সোয়া ১টায় বায়েজিদের শান্তিনগর এলাকায় তাকে আটক করতে গেলে পুলিশের সাথে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, কার্তুজ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

বন্দুকযুদ্ধে বায়েজিদ জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) পরিত্রাণ তালুকদার, বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকারসহ ৫ পুলিশ সদস্য আহত হন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনার বিজয় বসাক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বায়েজিদ এলাকায় ধারাবাহিকভাবে শিশু ধর্ষণে অভিযুক্ত বেলালকে আটক করতে গেলে দলবল নিয়ে সে পুলিশের উপর হামলা করে। এতে জোনের এসি, থানার ওসিসহ ৫ জন আহত হন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ বেলালকে উদ্ধার করে। বেলালকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বলেন, বেলালের বিরুদ্ধে শিশুসহ ৯টি ধর্ষণের অভিযোগ রয়েছে। এছাড়াও মাদক এবং অস্ত্র আইনে আরো ৪টিসহ মোট ১৩টি মামলার আসামি বেলাল। বেলাল দফাদার পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার বিরুদ্ধে শিশুদের সিএনজি অটোরিকশা করে তুলে ধর্ষণ করার অভিযোগ রয়েছে। ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে এর আগে কারাভোগও করেছিলেন বেলাল।

তিনি আরো বলেন, রাতে খবর পেয়ে তার আস্তানায় আমরা অভিযান চালাই। অভিযানের বিষয় টের পেয়ে তার সহযোগীরা আমাদের উপর হামলার পাশাপাশি বেলালকে গুলি করে রেখে চলে যায়। আমরা হাতে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এফএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!