চট্টগ্রামের ৩ রুটে নামছে বিআরটিসির ২২ বাস, কাল আসছে ঢাকা থেকে

চট্টগ্রামের বিভিন্ন রুটে চলাচলের জন্য ২২টি বাস বরাদ্দ দিয়েছে বিআরটিসি। বাসগুলো আনতে বুধবার (৯ সেপ্টেম্বর) চালকরা চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন।

এসব বাস চলবে নগরীর গুরুত্বপূর্ণ তিন রুটে। এগুলো হচ্ছে ভাটিয়ারী থেকে ডিটি রোড হয়ে নিউমার্কেট, ফতেয়াবাদ থেকে টাইগারপাস হয়ে নিউমার্কেট এবং কালুরঘাট থেকে বহদ্দারহাট-আগ্রাবাদ হয়ে কাঠগড়।

এই তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘চট্টগ্রাম নগরীর তিনটি রুটে বিআরটিসির বাস চালু করতে আমি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। আজ (৮ সেপ্টেম্বর) আমাদের জন্য ২২টি গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। গাড়িগুলো আনার জন্য কাল লোকজন ঢাকায় যাবে।’

এর আগে আগস্টের শেষ সপ্তাহে কর্মজীবী মানুষের ভোগান্তি কমাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন রুটে বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছিলেন সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

নগরে গণপরিবহনের সংকট তুলে ধরে গুরুত্বপূর্ণ তিনটি রুটে এ বাস সার্ভিস চালুর অনুরোধ জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে চিঠি দিয়েছিলেন তিনি।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!