চট্টগ্রামের ৩৯২ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল পুলিশ

মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামের ৩৯২ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। সম্মাননা পাওয়াদের মধ্যে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যও রয়েছেন।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে হালিশহর জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ৮৫ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা উপহার তুলে দেওয়া হয়। এছাড়া বাকি ৩০৭ জন বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের মাধ্যমে সম্মাননা উপহার পৌঁছে দেওয়া হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আরআরএফ চট্টগ্রাম কমান্ড্যান্ট (এসপি) এমএ মাসুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার মো. সাহাব উদ্দিন এবং মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমদ।

মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!