চট্টগ্রামের ২৬ এলাকায় ৩৮ হাসপাতাল-ল্যাব অনুমোদন হারাল পরিবেশের

চট্টগ্রামের ২৬ এলাকায় মোট ৩৮টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না করায় চট্টগ্রামের ২৬টি বেসরকারি হাসপাতাল ও ১২টি ডায়াগনস্টিক সেন্টারের ছাড়পত্র বাতিল করা হল। পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ৪ থেকে ৭ বছর পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম (মেট্রো) অঞ্চলের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইসেন্সের মেয়াদ না থাকায় ২৬টি হাসপাতাল ও ১২টি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল করেছি আমরা। তাদের বলা হয়েছে লাইসেন্স নবায়ন করলে আবার এই ছাড়পত্র প্রদান করবো আমরা।’

যেসব প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল করা হয়েছে সেগুলো হচ্ছে—

আগ্রাবাদ
নিষ্কৃতি ক্লিনিক, সানওয়ে মেডিক্যাল সেন্টার, মেডিসিন মেডিক্যাল সার্ভিসেস ও প্যানাসিয়া ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রপার্টিজ লিমিটেড

হালিশহর
অর্গান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও এমএন ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার

পাঁচলাইশ
কর্ণফুলী ব্লাড অ্যান্ড থ্যালাসেমিয়া সেন্টার, দি হেলথ হোম প্রাইভেট লিমিটেড ও চিটাগং কেমোথেরাপি সেল সেন্টার

জামালখান
ল্যাব ওয়ান হেলথ সার্ভিসেস ও সূর্যের হাসি ক্লিনিক

খুলশী
চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন ও সিইআইটিসি লেন্স প্রসেসিং ইউনিট

চাঁন্দগাও
রয়েল প্যাথলজি সেন্টার, ইমেজ সূর্যের হাসি ক্লিনিক ও মেডিকেল স্কয়ার

কুলগাঁও অক্সিজেন মোড়
ব্র্যাক যক্ষ্মা নির্ণয় কেন্দ্র

বন্দর
সানওয়ে মেডিক্যাল সেন্টার

ফ্রি-পোর্ট
মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার

পতেঙ্গা কাটগড়
ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার

চকবাজার
উডল্যান্ড ডায়াগনস্টিক সেন্টার

দেওয়ানহাট
সূর্যের হাসি ক্লিনিক

মনসুরাবাদ
সূর্যের হাসি ক্লিনিক

আকবরশাহ উত্তর কাট্টলী
ইমেজ সূর্যের হাসি ক্লিনিক

বাকলিয়া
ব্র্যাক যক্ষ্মা নির্ণয় কেন্দ্র

প্রবর্তক মোড়
বাংলাদেশ আই হসপিটাল

মেহেদীবাগ
হরমোন ও ডিএনএ সেন্টার

হামজারবাগ
সিটি লাইফ ডায়াগনস্টিক কমপ্লেক্স

আন্দরকিল্লা
মুন ডায়াগনস্টিক সেন্টার

নতুন বাজার পিসি রোড
কিউম্যাক্স হেলথ কেয়ার

ঈদগাঁ
মেডিসেভ প্যাথলজি ল্যাব

সদরঘাট
পালস ক্লিনিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড ডায়াগনসিস

কোতোয়ালী
দি মেডিক্যাল ল্যাবরেটরি

নাসিরাবাদ
বায়েজিদ ডায়াগনস্টিক সেন্টার

কালুরঘাট
হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টার

মোহরা কাপ্তাই রাস্তার মাথা
মেডি ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার

এদিকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুরুল্লা নুরী বলেন, ‘আমরা সম্প্রতি সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে তাদের পরিবেশগত ছাড়পত্র নবায়নের জন্য চিঠি দিয়েছিলাম। এক্ষেত্রে তাদের স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নিয়ে আসতে বলা হয়েছিল। পরে দেখা গেল বেশিরভাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেরই লাইসেন্স নবায়ন করা নেই। যারা এটি দেখাতে পারেননি আমরা তাদের সবার পরিবেশগত ছাড়পত্র বাতিল করেছি।’

তবে হাসপাতাল মালিকরা বলছেন, লাইসেন্স করা ও নবায়নের নতুন নিয়মে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। তাদের অনেকেই হাসপাতালের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন বলেও জানান।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘করোনার কারণে অনেকগুলো রুটিনওয়ার্ক করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেকগুলো হাসপাতালের লাইসেন্স নবায়নের প্রক্রিয়াও আটকে আছে। করোনার কারণে সরেজমিনে পরিদর্শন করার সুযোগ কমে যাওয়ায় এটা হয়েছে। তবে ২৩ আগস্ট পর্যন্ত একটা সময়সীমা আছে। এরপর থেকে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেবো।’

তিনি আরও বলেন, ‘২৩ আগস্টের মধ্যে কারা আবেদন করেছে তার একটা তালিকা আমরা করবো। এরপর যেসব প্রতিষ্ঠানে এসব সংক্রান্ত ঝামেলা দেখা যাবে আমরা তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করবো।’

সম্প্রতি কোভিড হাসপাতাল হিসেবে সরকারি তালিকাভুক্ত হওয়া বেসরকারি রিজেন্ট হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এর ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এরপর দেখা যায়, হাসপাতালটির অনুমোদনের মেয়াদ শেষ হয়েছে ২০১৪ সালে, তারপর সেটি আর নবায়ন করা হয়নি। পরে দেখা যায় দেশের অনেকগুলো বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইসেন্স না নিয়ে কিংবা মেয়াদ শেষে নবায়ন না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন।

এর পরই নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। বেসরকারি হাসপাতালগুলোর লাইসেন্স নবায়ন করার জন্য ২৩ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় মন্ত্রণালয়।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!