চট্টগ্রামের ২১ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হয়ে লড়বেন যারা

অষ্টমধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ২১ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) রাতে আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

আগামী ১৫ জুন এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন থেকে বোরহান উদ্দীন মাহমুদ নওয়াজ, সাধনপুর ইউনিয়ন থেকে মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী খোকা, খানখানাবাদ ইউনিয়নে মো. জসিম উদ্দিন হায়দার, বাহারছাড়া ইউনিয়নে তাজুল ইসলাম, কালিপুর ইউনিয়ন থেকে অ্যাডভোকেট আ ন ম শাহাদাত আলম, বৈলছড়ি ইউনিয়ন থেকে মোহাম্মদ কফিল উদ্দিন, কাথারিয়া ইউনিয়নে ইবনে আমিন, সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী, শীলকূপ ইউনিয়ন থেকে মো. কায়েশ সরওয়ার, গন্ডামারা ইউনিয়নে জাহিদুল হক চৌধুরী, চাম্বল ইউনিয়ন থেকে মুজিবুল হক চৌধুরী, পুঁইছড়ি ইউনিয়ন থেকে জাকের হোসেন চৌধুরী, শেখেরখীল ইউনিয়নে মোহাম্মদ ইয়াছিন, ছনুয়া ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মো. মুজিবুর রহমান।

এদিকে কর্ণফুলী উপজেলার চরপথারঘাটা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন আলাউদ্দিন, আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন থেকে মনোনয়ন পেয়েছেন মো. আজিজুল হক চৌধুরী, সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আবু ছালেহ, পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন থেকে মনোনয়ন পেয়েছেন মুহাম্মদ মামুনুর রশীদ।

সন্দ্বীপ উপজেলার দীর্ঘাপাড় ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মো. আবুল কাসেম। ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন শওকত আলম শওকত।

এছাড়া, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন থেকে মনোনয়ন পেয়েছেন মোস্তফা আনোয়ার, কালারমারছড়া ইউনিয়ন থেকে মনোনয়ন পেয়েছেন তারেক বিন ওসমান শরীফ।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!