চট্টগ্রামের ১২ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস, ২৬ সেপ্টেম্বর ক্যাম্পেইন শুরু

চট্টগ্রামে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। চট্টগ্রাম জেলায় এ বছর ১২ লাখ ৬৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ১৪টি উপজেলায় ৭ লাখ ৮৭ হাজার ২৩৩ জন শিশু এবং মহানগরে ৪ লাখ ৮১ হাজার শিশুকে খাওয়ানো হবে এই ক্যাপসুল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত দুই সপ্তাহব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে আয়োজিত এক সভায় এসব তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ৪১টি ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সী ৮১ হাজার শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। অন্যদিকে ১২ থেকে ৫৯ মাস বয়সী সাড়ে ৪ লাখ শিশু পাবে একটি লাল রঙের ভিটামিন ‘এ ক্যাপসুল।

একই সময়ে ১৪টি উপজেলায় ৬-১১ মাস বয়সী ৮৮ হাজার ৭১৩ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। অন্যদিকে ১২-৫৯ মাস বয়সী ৬ লাখ ৯৮ হাজার ৫২০ জন শিশু পাবে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

এই সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আসিফ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. উ খ্য উইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. জাহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন, বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফুল ইসলাম ও জেলা পুলিশ পরিদর্শক (ডিবি) মো. শাহ আলম। সভা সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!