চট্টগ্রামের ‘হাজী কাচ্চি’ বিরিয়ানিতে দেয় নিষিদ্ধ কেওড়া জল, পরিবেশও নোংরা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা দেড় লাখ

বিরিয়ানিতে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের রেস্টুরেন্ট ‘হাজী কাচ্চি ঘর’। সেখানে খাবারও তৈরি হয় নোংরা পরিবেশে।

চট্টগ্রামের ‘হাজী কাচ্চি’ বিরিয়ানিতে দেয় নিষিদ্ধ কেওড়া জল, পরিবেশও নোংরা 1

এমন ঘটনা হাতেনাতে ধরার পর ‘হাজী কাচ্চি ঘর’কে দেড় লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে দেখা যায়, ‘হাজী কাচ্চি ঘর’ রেস্টুরেন্টটির কর্মীদের স্বাস্থ্য সনদও নেই।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।

আগ্রাবাদের মৌলভী পাড়া ও এক্সেস রোড এলাকায় পরিচালিত এই অভিযানে সহায়তা দেয় চট্টগ্রাম নগর পুলিশের একটি টিম।

এদিকে নির্দেশনা অনুযায়ী সাইনবোর্ডে বাংলা না লেখায় আগ্রাবাদ এক্সেস রোডের ব্রাদার্স ফার্নিচারকে পাঁচ হাজার টাকা, পারটেক্স ফার্নিচারকে তিন হাজার টাকা, ভিআইপি ডোরস এন্ড ফার্নিচারকে তিন হাজার টাকা, হেভেন ফার্নিচারকে দুই হাজার টাকা এবং আকতার ফার্নিচারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!