চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালকও করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে

ভার পেলেন ডা. মোস্তফা খালেদ আহমদ

করোনাভাইরাসের উপসর্গ থাকায় ঈদের একদিন আগে থেকে নিজ বাসায় আইসোলেশন আছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। তার মধ্যে জ্বর ও কাশির মতো উপসর্গ থাকায় তিনি করোনার পরীক্ষাও করিয়েছেন। তবে রিপোর্ট এখনও আসেনি। তার আইসোলেশনে থাকাকালীন মন্ত্রণালয়ের নির্দেশে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদ।

মঙ্গলবার (২৬ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহান এর স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ প্রসঙ্গে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শরীরটা ভালো নাই, জ্বর কাশি। ঈদের আগের দিন থেকে আইসোলেশনে আছি। গতকাল মন্ত্রণালয়ে জানিয়েছিলাম। একটু আগে অর্ডারটা এসেছে। করোনার টেস্ট করিয়েছি। তবে রেজাল্ট এখনও আসেনি। করোনা নিয়ে অতো ভাবছি না। ক্লিনিক্যালি এমন কিছু একটা হবে।’

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!