চট্টগ্রামের স্নিগ্ধার গলায় মালা পরালেন কন্ঠশিল্পী শান

কনে দেখতে গিয়ে একেবারে বিয়ের পিঁড়িতেই বসে গেলেন সঙ্গীতশিল্পী শান। পাত্রী চট্টগ্রামের মেয়ে নুসরাত জামান স্নিগ্ধা। সম্পর্কে তিনি আরেক সঙ্গীতশিল্পী সাব্বিরের আপন বোন। তিনি নিজেও চট্টগ্রাম বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। বুধবার (৯ অক্টোবর) রাতে ঠিক এমনটিই ঘটে গেল রাজধানীর মগবাজারে সাব্বিরের বাসায়।

আগে থেকে কথা ছিল, ছেলেপক্ষ আংটি পকেটে নিয়ে কনের মগবাজারের বাসায় যাবেন। কনে দেখে পছন্দ হলে আংটি পরিয়ে বিয়ের দিন-ক্ষণ ঠিক করে আসবেন। সঙ্গীতশিল্পী শানের পরিবারের সদস্যরা যথারীতি সেভাবেই গেলেন। কিন্তু আলাপসালাপের একপর্যায়ে হঠাৎ করেই দুই পক্ষ মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, অতো কিছু না করে বিয়েটাই হয়ে যাক।

যেই কথা, সেই কাজ। বিয়ের কাজী ডেকে ওই রাতেই বিয়ের বন্ধনে জড়িয়ে গেলেন সঙ্গীতশিল্পী শান শাইক ও নুসরাত জামান স্নিগ্ধা। বিয়ে হয়ে গেলেও শান জানিয়েছেন, বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হবে খুব তাড়াতাড়ি।

 বিয়ের পর স্নিগ্ধা ও শান

বিয়ের পর স্নিগ্ধা ও শান

স্নিগ্ধার ভাই সংগীতশিল্পী সাব্বির আচমকা এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বললেন, ‘শান আর আমি তো একই ইন্ডাস্ট্রির মানুষ। আমাদের সম্পর্কটাও বেশ ভালো। যাই হোক, শান তার পরিবার নিয়ে আমার বাসায় এলো আব্বা-আম্মার সঙ্গে পরিচিত হতে। তারা আসার পর কথা বলতে বলতে দুই পক্ষই বিয়ের জন্য রাজি হেয়ে গেল। বললো, সবাই যখন রাজি, কাজি ডাকতে বিলম্ব কেন! ডাকেন, শুভ কাজ হয়ে যাক। ব্যস হয়ে গেল আমার বোন স্নিগ্ধার সঙ্গে শানের বিয়ে। আমি তো এখনও বিশ্বাস করতে পারছি না। কী হলো এটা! ভাষা খুঁজে পাচ্ছি না, কী বলবো। শুধু সবার কাছে দোয়া চাইছি, ওদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন।’

নতুন বর শান বলেন, ‌‘জন্ম, মৃত্যু আর বিয়ে— এগুলোর ওপর তো আসলে আমাদের কারও হাত নেই। সেটির প্রমাণ নিজের অভিজ্ঞতা থেকে পেলাম। সত্যিই আমাদের কারও চিন্তায় ছিল না বিয়ের বিষয়টি। আমরা চেয়েছি দুই পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বসে একটা সুন্দর দিন-তারিখ ঠিক করবেন। অবশেষে তারাই সিদ্ধান্ত নিলেন বিয়ের। আমরাও হাসিমুখে মেনে নিলাম। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। দুই পরিবারের ভালোবাসার আস্থা যেন অর্জন করতে পারি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!