চট্টগ্রামের স্কুলে স্কুলে নতুন বইয়ের ঘ্রাণ

নতুন বছরের শুভেচ্ছা বার্তার সাথে নতুন বই পেলো প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। প্রথম জানুয়ারির ভোরের আলো ফোটার সাথেসাথেই নতুন বইয়ের ঘ্রাণ নিতে স্কুল বারান্দায় বা ক্লাসরুমে অধীর আগ্রহে বসে থাকে শিক্ষার্থীরা। বুধবার (১ জানুয়ারি) সারাদেশের মতো চট্টগ্রাম নগরীর স্কুলগুলোতেও বই বিতরণ করা হয়েছে। নগরীর প্রতিটি স্কুলে ইংরেজি নতুন বছরের নতুন বইয়ের আমেজে মেতেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়, ৬ হাজার ৪৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ লাখ ৫ হাজার ৯৬৩ জন শিক্ষার্থীরা হাতে পেয়েছে ২ কোটি ৩ লাখ নতুন বই।

চট্টগ্রামের স্কুলে স্কুলে নতুন বইয়ের ঘ্রাণ 1

বুধবার (১ জানুয়ারি) সকালে অংকুর সোসাইটি স্কুলে প্রায় ১৫শ’ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন চসিক মেয়র আ জ ম নাছিরউদ্দীন।

ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন।

এদিকে পটিয়া উপজেলায় বই বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, ‘নতুন বছরের শুরুতে ছেলেমেয়েদের হাতে বই মানে তাদের আলাদা একটি অনুভূতি। বছরের শুরুতে নতুন বই শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে শিক্ষা খাতে প্রাধান্য দিয়ে দেশ এগিয়ে নিয়েছেন।’

পূর্ব মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতি ছিলেন সিনিয়র সাংবাদিক আলম দিদার। সাথে ছিলেন মোহরা মুজিব সৈনিকের সভাপতি আসফাক হোসাইন খান, প্রধান শিক্ষিকা কল্যাণী ধর, সহকারী শিক্ষক এমদাদুল হক মামুন ও পম্পী ধর।

চট্টগ্রামের স্কুলে স্কুলে নতুন বইয়ের ঘ্রাণ 2

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, প্রাথমিক পর্যায়ে মোট ৪৮ লাখ ১৪ হাজার ২০৪টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। জেলার ৪ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১০ লাখ ১৮ হাজার ২২০ জন শিক্ষার্থী নতুন বই পাবে।

মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, মাধ্যমিক পর্যায়ে (ইবতেদায়ী ও মাদ্রাসাসহ) জেলার মোট ১১ লাখ ৮৭ হাজার ৭৪৩ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে। মহানগরের ৬টি থানা ও ১৪টি উপজেলাসহ জেলার মোট ২ হাজার ৬৬টি মাধ্যমিক পর্যায়ের (মাদ্রাসাসহ) শিক্ষা প্রতিষ্ঠানে ১ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার ৭১৬টি বই বিতরণ করা হবে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রতি বছর কোমলমতি শিশুদের হাতে বছরের প্রথমদিন বিনামূল্যে বই বিতরণ শুরু করে বর্তমান সরকার।

আরএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!