চট্টগ্রামের সেরা ১০ মাদ্রাসার ফলাফল একনজরে, সবার সেরা বায়তুশ শরফ

দাখিল ২০১৯

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মাঝে চট্টগ্রাম নগরের চারটি প্রতিষ্ঠান শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে।

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রসা থেকে ৩১৭ জন, মাদ্রাসাই তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৬৭ জন, আল-আমিন বারিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৬৫ জন এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা আলিম মাদ্রাসা থেকে ৫৮ জন শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে।

পাশের হার বিবেচনায় বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসাই শ্রেষ্ঠ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা

সাধারন বিভাগ থেকে ১৩০ জন, বিজ্ঞান বিভাগ থেকে ১৮৭ জনসহ মোট ৩১৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ১০৯ এবং ৫ জন সাধারণ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

মাদ্রাসাই তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা

সাধারণ বিভাগ থেকে ৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে এবং ১৭ জন জিপিএ-৫ পেয়েছে।

আল-আমিন বারিয়া ফাজিল মাদ্রাসা

৬৫ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ। ১০ জন বিজ্ঞান বিভাগ থেকে এবং ২ জন মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা আলিম মাদ্রাসা

সাধারন বিভাগ থেকে ৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে এবং ২৬ জন জিপিএ-৫ পেয়েছে।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা

২৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৫৪ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১০১ জন। পাশের হার ৯৯.২২।

দারুল উলুম কামিল মাদ্রাসা

৯৪ জন পরীক্ষার্থীর ৯১ জন উত্তীর্ণ। ১১ জন বিজ্ঞান বিভাগ থেকে এবং ৪ জন মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

নেসারিয়া কামিল মাদ্রাসা

১১০ জন পরীক্ষার্থীর ১০২ জন উত্তীর্ণ। ৭ জন বিজ্ঞান বিভাগ থেকে এবং ১ জন মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

সলিমা সিরাজ মাদ্রাসা

পরীক্ষার্থী ৬২ জন, পাশ ৫৯ জন। ১০ জন বিজ্ঞান বিভাগ থেকে এবং ২ জন মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

কামাল ইশকে মোস্তাফা ফাজিল মাদ্রাসা

৯৬ জন পরীক্ষার্থীর মাঝে ৯৫ জন পাশ করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন জিপিএ-৫ পেয়েছে।

পতেঙ্গা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা

৭৪ জন পরীক্ষার্থীর মাঝে ৬৭ জন পাশ করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ১২ জন জিপিএ-৫ পেয়েছে। সাধারণ বিভাগ থেকে জিপিএ-৫ নেই।

পাসের হারে দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ অছিয়র রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, মাদ্রাসার পরিচালনা পরিষদ, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা এবং অলি আউলিয়াদের দোয়ায় অত্র প্রতিষ্ঠান ভালো ফলাফল অর্জন করে নিয়মিত। এবার চট্টগ্রামের দ্বিতীয় স্থান অর্জন করলেও জাতীয় পর্যায়ে একধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই প্রতিষ্ঠান।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!