চট্টগ্রামের সুপারশপ তেলে ৫ টাকা বেশি নিয়ে জরিমানা দিল ১৫ হাজার

চট্টগ্রামে পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেল বিক্রি করতে গিয়ে পাঁচ টাকা বেশি নেওয়ায় এক দোকানদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার বিসমিল্লাহ সুপারশপ নামে একটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ভোক্তা অধিদফতর জানায়, বাকলিয়ার বিসমিল্লাহ সুপারশপ নামের দোকানটিতে বিক্রির জন্য রাখা পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতলের গায়ে দাম লেখা আছে ৭৯৫ টাকা। অথচ ক্রেতার কাছ থেকে নেওয়া হচ্ছিল ৮০০ টাকা। এ কারণে ওই প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে নগরীর পাইকারি বাজার খাতুনগঞ্জে তেলের বিভিন্ন ডিলারদের সঙ্গে কথা বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক আনিছুর রহমান ও নাসরিন আক্তার এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!