চট্টগ্রামের শেয়ারবাজার/ ডাচ-বাংলাকে হটিয়ে শীর্ষে গ্রামীণফোন

চলতি জুন মাসের দ্বিতীয় সপ্তাহ শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ডাচ-বাংলা ব্যাংককে হঠিয়ে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেসরকারি মোবাইল অপরারেট কোম্পানি গ্রামীণফোন লিমিটেড।

গত সপ্তাহ জুড়ে (৯-১৩ জুুন) কোম্পানিটির ১২ লাখ ৯৮ হাজার ৯৭২টি শেয়ার লেনদেন হয়েছে; যার বাজারমূল্য ৪৬ কোটি ৪ লাখ ৬৯ হাজার ৩৪১ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৬১ লাখ ৮৩ হাজার ২২০টি শেয়ার লেনদেন হয়েছে; যার বাজার মূল্য ২২ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৪৬৩ টাকা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বিডি কোম্পানি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির ১ লাখ ৩৮ হাজার ৪৩৪টি শেয়ার ১৯ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৬৬৫ টাকায় লেনদেন হয়েছে।

১২ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৫২৬ টাকার ৪ লাখ ৯৯ হাজার ৫৯৯টি শেয়ার লেনদেনের ফলে তালিকায় চতুর্থ স্থানে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

সপ্তাহ শেষে শীর্ষ দশের তালিকায় পঞ্চম স্থানে আছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে এই কোম্পানিটির ১ কোটি ২৫ লাখ ৪ হাজার ২৮২টি শেয়ার ১২ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৩৩৪ টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, ব্রাক ব্যাংক লিমিটেড এবং সিলকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

এমএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!