চট্টগ্রামের শিশু পথ ভুলে কুমিল্লায়, বাবা-মাকে খুঁজছে পুলিশ

চট্টগ্রাম থেকে ট্রেনে করে কিভাবে কুমিল্লা চলে গেল আট বছরের শিশুটি— সে নিজেও এখন বলতে পারছে না কি থেকে কী হল। চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার এই শিশু মোশাররফ এখন রয়েছে কুমিল্লার মনোহরগঞ্জ এলাকায়। অবুঝ শিশুটি তার বাবা-মায়ের কাছে ফিরতে চায়। তবে এখনও তার বাবা-মায়ের খোঁজ পায়নি পুলিশ।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করার সময় আট বছরের শিশু মোশাররফকে উদ্ধার করা হয়।

কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নের নাথেরপেটুয়া রেলস্টেশন বাজার থেকে তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।

বর্তমানে মনোহরগঞ্জ নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে আছে মোশাররফ।

পুলিশের কাছে মোশাররফ জানিয়েছে, তার পরিবার থাকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায়। তার পিতার নাম আবুল কালাম ও মাতার নাম মুর্শিদা বেগম।

মনোহরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ডালিম কুমার মজুমদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, মোশাররফ রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিল। সে ট্রেনে করে এসেছে বলে আমাদেরকে জানায়।

তিনি বলেন, সংশ্লিষ্ট থানার মাধ্যমে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। পরিবারের খোঁজ পাওয়া গেলে তাকে হস্তান্তর করা হবে।

আরএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!