চট্টগ্রামের লোকের হাতের ব্যান্ডেজে ৭ লাখ টাকার মোবাইল

বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরা এক যাত্রীর ব্যান্ডেজ করা হাতের মধ্য থেকে ৭ লাখ টাকা মূল্যের ১৫টি ভারতীয় উন্নতমানের মোবাইল ফোন উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। ওই যাত্রী চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা।

কাস্টমস কর্মকর্তারা জানান, সানাউল্লাহ (৩৯) নামের ওই লোক অভিনব কৌশলে ভারত থেকে হাতে ব্যান্ডেজ করে মোবাইলগুলো নিয়ে আসছিলেন। এ সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে তল্লাশি করে মোবাইলগুলো জব্দ করা হয়।

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

মোহাম্মাদ সানাউল্লাহ চট্টগ্রাম জেলার সাতকানিয়ার সামিয়ারপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।

কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুল লতিফ বলেন, ভারত থেকে বেনাপোল দিয়ে ফেরা সানাউল্লাহ কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে বের হয়ে হওয়ার পর তার হাতে ব্যান্ডেজ দেখে তাদের সন্দেহ হয়।

তিনি বলেন, এরপর তাকে তল্লাশি করে ওই ব্যান্ডেজের মধ্য থেকে ১৫টি ভারতীয় মূল্যবান মোবাইল সেট জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় তার লাগেজ থেকে জিন্স প্যান্ট, লেহেঙ্গা, জুতা, স্যান্ডেল, গেঞ্জি, কসমেটিকস, ব্রাসহ বিভিন্ন পণ্যও উদ্ধার করা হয়।

আটক মোবাইলের মূল্য ৭ লাখ টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানান।

এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে জানান কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!