চট্টগ্রামের মিষ্টিমেলায় সনদ ছাড়া দুধের ব্যবসা, জরিমানা ৫ হাজার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা মোড়ের মিষ্টিমেলা ফুড প্রোডাক্টস বিএসটিআইয়ের নিবন্ধন সনদ ছাড়াই ফার্মেন্টেড মিল্ক তৈরির পাশাপাশি বিক্রি করে আসছিল।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে এমন অনিয়মের ঘটনা হাতেনাতে ধরার পর ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী এই জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সীকি মারমা এই অভিযান পরিচালনা করেন।

এই অভিযানে আরও অংশ নেন বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) জারিন তাসনীম সিলি এবং ঊর্ধ্বতন পরীক্ষক (মেট) সাইফুর রহমান।

এর আগে বুধবার (২৫ আগস্ট) চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে দেখা যায়, ফ্লেভার্স সুইটস অ্যান্ড কনফেকশনারি অনুমোদনহীন পণ্যের প্যাকেটের গায়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। অথচ প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্সই নেয়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!