চট্টগ্রামের মিডিয়া কাপে চ্যাম্পিয়ন গাজী টিভি, রানার্সআপ বৈশাখী টিভি

চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টিসিজেএ-কেএসআরএম সুবর্ণজয়ন্তী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল গাজী টিভি।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় গাজী টিভি এবং বৈশাখী টিভি। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে।

ট্রাইবেকারে ১-১ গোল হওয়ায় খেলা গড়ায় সাডেন ডেথে। সাডেন ডেথে বৈশাখী টিভিকে ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে গাজী টিভি। রানার্সআপ হয় বৈশাখী টেলিভিশন।

টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারে মনোনীত হন বৈশাখী টিভির হুমায়ন মাসুদ। ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারে মনোনীত হন গাজী টিভির দেবাশীষ বড়ুয়া দেবু।

চট্টগ্রামের মিডিয়া কাপে চ্যাম্পিয়ন গাজী টিভি, রানার্সআপ বৈশাখী টিভি 1

চট্টগ্রামের মিডিয়া কাপে চ্যাম্পিয়ন গাজী টিভি, রানার্সআপ বৈশাখী টিভি 2

সেরা গোলরক্ষকের পুরস্কার পান গাজী টিভির সুজিত সাহা। টুনামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান গাজী টিভির সুবল বড়ুয়া।

ফাইনাল খেলায় রার্নারআপ ট্রফি বৈশাখী টেলিভিশনের অধিনায়ক নাঈমুল ইসলামের হাতে তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান কেএসআরএমের জেনারেল ম্যানেজার সৈয়দ নজরুল আলম এবং চ্যাম্পিয়ন দলের অধিনায়ক দেবাশীষ বড়ুয়া দেবুর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, এসএ গ্রুপের জেনারেল ম্যানেজার দিদারুল আলম, এশিয়ান স্পেশালিস্ট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থা সদস্য সুমন দে, এডজুডিকেডর সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলী আকবর, সদস্য সচিব আশরাফুল আলম মামুন, টিসিজেএ সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস বাবু, অর্থ সম্পাদক মো. আলমগীর, সিসিএলের পরিচালক শ্যামল পালিত প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!