চট্টগ্রামের মানবিক আইনজীবী জিয়া হাবিব হৃদরোগে আক্রান্ত

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব মানবিক আইনজীবী এমএ জিয়া আহসান হাবিব হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি হার্টঅ্যাটাক করেছেন বলে জানান তার মেয়ে ফাতিমা জাহরা আহসান রাইসা।

ফাতিমা জাহরা আহসান রাইসা বলেন, ‘রোজা মুখে তিনি নিজের থাকার কক্ষ থেকে বেরিয়ে যেতেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান। এরপর প্রতিবেশী এক ডাক্তার পর্যবেক্ষণ করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলেন। নগরীর পার্কভিউ হাসপাতালে নিয়ে আসলে সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায়, তিনি মেজর স্ট্রোক করেছেন। হার্ট ভালভাবে কাজ করছে না, যার কারণে তিনি শারীরিকভাবে স্টেবল না। তাছাড়া হৃদরোগের জন্য যেসকল টেকনোলজি প্রয়োজন তা এই হাসপাতালে পর্যাপ্ত নেই। এজন্য বাবাকে অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।

বাবার জন্য সকলের দোয়া চেয়েছেন আইনজীবী এমএ জিয়া আহসান হাবিবের মেয়ে ফাতিমা জাহরা আহসান রাইসা।

আরএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!