চট্টগ্রামের মানববন্ধন থেকে বিএনপির ৪৪ নেতাকর্মীকে ধরে নিয়ে গেল পুলিশ

পুলিশের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম প্রেসক্লাবের একটি মানববন্ধন থেকে পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টা থেকে নগর বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এই মানববন্ধন আয়োজিত হয়। ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ ঘোষণা দিয়ে এ মানববন্ধন করে বিএনপি।

বিএনপি নেতাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই অতর্কিত হামলা চালিয়ে যাকে সামনে পেয়েছে তাকেই আটক করেছে পুলিশ।

অন্যদিকে পুলিশ বলছে, মানববন্ধন শেষে মিছিল করে সড়ক বন্ধ করে দেয় তারা। এ সময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীরাই প্রথমে হামলা করে পুলিশের উপর। সেই হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘সাড়ে ৩টা থেকে আমাদের মানববন্ধন ছিল। সেখানে আমরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে মানববন্ধন শেষ করি। মানববন্ধন চলাকালেও পুলিশ বাধা দিয়েছিল। কিন্তু শেষ হওয়ার পর হঠাৎ পেছন থেকে হামলা করে। এরপর যাকে সামনে পেয়েছে তাকেই আটক করছে। পুলিশ আমাদের বলেছে, ৪৪ জনকে আটক করা হয়েছে।’

এ বিষয়ে কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘তাদের মানবন্ধনের অনুমতি ছিল। কথা ছিল ১০০ জন নিয়ে তারা ফুটপাতে মানববন্ধন করবে। কিন্তু তারা সেখানে হাজার মানুষ জড়ো করেছে। রাস্তায় নেমে মিছিল করেছে। বিশৃঙ্খলা করেছে। এসবে বাধা দেওয়ায় তারাই প্রথমে হামলা করেছে। বাধ্য হয়ে পুলিশ আত্মরক্ষার চেষ্টা করেছে। ৪৪ জনকে আটক করা হয়েছে।’

ওসি নেজাম উদ্দিন আরও বলেন, ‘এই হামলা বিএনপির পূর্বপরিকল্পিত ছিল। প্রেসক্লাব এলাকায় ইট পাথর নেই। তারা বাসে করে ইটপাটকেল নিয়ে এসেছে। কিন্তু তারা পুলিশের উপর ক্রমাগত ইটপাটকেল ছুঁড়েছে।’

এআরটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!