চট্টগ্রামের ভাষা জানলে অগ্রাধিকার ডব্লিউএফপির চাকরিতে, লাখ টাকা বেতন

জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) লোকবল নিয়োগ করা হবে। এ বিষয়ে প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে শুধু বাংলাদেশিরা আবেদন করতে পারবেন। আর এর কর্মস্থল চট্টগ্রাম ও কক্সবাজার। এই পদে চট্টগ্রামের স্থানীয় ভাষা জানলে নিয়োগে দেওয়া হবে অগ্রাধিকার।

আবেদনের শেষ সময় আগামী ১৬ ফেব্রুয়ারি।

পদের নাম

প্রোগ্রাম অ্যাসোসিয়েট

পদসংখ্যা

২টি

যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইআরআর বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে তিন বছর ইমার্জেন্সি অপারেশনসে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড ও এক্সেলে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। তবে চট্টগ্রামের ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন

চুক্তিভিত্তিক, ১২ মাসের চুক্তি

কর্মস্থল

চট্টগ্রাম ও কক্সবাজার

বেতন

১ লাখ ১৪ হাজার ৬৩৮ টাকা

যেভাবে আবেদন করতে হবে

ডব্লিউএফপির ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে আবেদনের বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!