চট্টগ্রামের বিএসআরএমে শ্রমিক মারা গেল পাটাতনের চাপায়

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার বিএসআরএম রড কারখানায় লোহার পাটাতনের চাপায় রিপন কুমার রায় (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বায়েজিদের রুবিগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন কুমারের গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। তার পিতার নাম সিন্ধু রায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘শনিবার দুপুর পৌনে ১টার দিকে বিএসআরএম’র কারখানা থেকে রিপন কুমার রায় নামে এক শ্রমিককে গুরুতর আহত হয়ে হাসপাতালে আনা হয়। পরে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

জানা যায়, বিএসআরএম কারখানার ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন রিপন। সেখানে ক্রেনের অপারেটর ভুলবশত ক্রেনের পাটাতনে বাঁধা রড তুলে দেয় রিপনের উপর। এ সময় রিপন চিৎকার দিলে পাটাতন তাৎক্ষণিক আবার তুলে নেওয়া হয়।

পরে গুরুতর আহত অবস্থায় প্রতিষ্ঠানটির কয়েকজন সহকর্মী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!