চট্টগ্রামের বায়েজিদ থানার ওসিকে যেতে হচ্ছে রংপুরে, সদর দপ্তরের আদেশ

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) নতুন কমিশনার আসার পরপরই নগরীর একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদল হল। তবে বদলির এই প্রক্রিয়া আগের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সময়ই শুরু হয়েছিল।

বদলির আদেশটি বর্তমানে নতুন সিএমপি কমিশনারের ‘ডাক ফাইলে’ রয়েছে বলেছে নিশ্চিত হওয়া গেছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সদ্যবিদায়ী কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পুলিশ সদর দপ্তরে মতামত পাঠিয়েছিলেন বিদায়ের আগে। এরপর পুলিশ সদর দপ্তর থেকে বদলির এই আদেশ এলো।

মো. কামরুজ্জামান বায়েজিদ থানায় যোগদানের আগে নগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

গত বছরের ২০ মে তিনি বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে যোগ দেন। মো. কামরুজ্জামান তারও আগে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ গত ২৩ জুন সিএমপির বাকলিয়া থানায় নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন মো. আবদুর রহিম। বিদায়ী পুলিশ কমিশনারের ওই আদেশে বাকলিয়া থানার ওসি রাশেদুল হককে নগর বিশেষ শাখার পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!