চট্টগ্রামের বাসে ওঠে লজেন্স খেতেই যুবক অজ্ঞান

চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে অপরিচিত ব্যক্তির দেওয়া চকলেট খেয়ে এক যুবক সর্বস্ব হারিয়েছেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে মিনহাজ উদ্দিন (৩২) নামের ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’।

মিনহাজ উদ্দিন চট্টগ্রামের কালুরঘাট ভারী শিল্প এলাকায় অবস্থিত ট্রান্সক্রাফট লিমিটেডে চাকরি করেন। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়।

বুধবার (২০ অক্টোবর) সকালে হাসপাতালে জ্ঞান ফিরে আসার পর ঘটনার বিস্তারিত জানান মিনহাজ উদ্দিন।

মিনহাজের ভাষ্যমতে, তিনি চট্টগ্রাম থেকে একটি বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি চট্টগ্রামের কুমিরা এলাকায় পৌঁছালে এক ব্যক্তি একটি কোম্পানির প্রচারণা করে মিনহাজকে একটি লজেন্স খেতে দেন। লজেন্সটি খাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রচণ্ড ঘুম আসে।

তিনি বলেন, এরপর কী হয়েছে তার মনে নেই। জ্ঞান ফেরার পর দেখেন তার মোবাইল ফোন, মানিব্যাগ ও কাপড়ের ব্যাগটি ছিনতাইকারীরা নিয়ে গেছেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন ভূঞা বলেন, ছিনতাইকারীর কবলে পড়া রোগী মিনহাজের বুধবার সকালে জ্ঞান ফিরে আসে। তিনি এখন কিছু কিছু কথা বলতে শুরু করেছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগতে পারে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!