চট্টগ্রামের ফল ব্যবসায়ী হাটহাজারীতে করোনায় আক্রান্ত

৫ বাড়ি লকডাউন

চট্টগ্রামের হাটহাজারীর উপজেলার ধলই ইউনিয়নে অলি তালুকদার বাড়ি বাড়িতে একজন (৫৫) করোনা আক্রান্ত হয়েছেন। উপজেলা প্রশাসন আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

এ নিয়ে হাটহাজারীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৬ জনে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘আক্রান্ত ব্যক্তির শহরে ফলের দোকান ছিল। ১২ দিন আগে জ্বর সর্দি দেখা দিলে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। কিন্তু তাতে সেরে না ওঠায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০ মে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষার রিপোর্টে তার করোনা করোনা পজিটিভ আসে।’

রুহুল আমিন আরও জানান, আক্রান্ত ব্যক্তি বর্তমানে চমেকে আইসোলোশনে ভর্তি রয়েছেন। সংক্রমন ঠেকাতে উপজেলা প্রশাসন ও স্থানীয় থানা পুলিশ আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে। প্রতিটি বাড়ি থেকে একজন করে নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!