চট্টগ্রামের প্রখ্যাত আলেম হাশেমী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

চট্টগ্রামের প্রখ্যাত আলেম আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী (৯৫) গুরুতর অসুস্থ হয়ে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৩০ মে) সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে এনে আইসিইউতে রাখা হয়।

আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমীর বাড়ি বায়েজিদ থানার বটতল এলাকায়। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ইমাম ও একজন আধ্যাত্তিক। এছাড়া প্রবীণ আলেম হিসেবে তিনি সবার কাছে পরিচিতি এবং বটতল আহছানুল উলুম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তবে সারা দেশে তাঁর লাখো মুরিদ রয়েছেন।

জানা গেছে, আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী বার্ধক্যজনিত কারণে ৭ বছর ধরে বাড়ির বাইরে যেতেন না। তবে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাঁকে মাঝেমধ্যে হাসপাতালে ভর্তি করা হতো। আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। ভক্তদের অযথা হাসপাতালে ভিড় না করার তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!