চট্টগ্রামের পুলিশ এসএসসি-দাখিল নিয়ে সতর্ক, কেন্দ্রে থাকছে জোর নিরাপত্তা

চট্টগ্রামসহ দেশের আটটি বিভাগে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা শুরু হচ্ছে রোববার (১৯ জুন) থেকে। এ নিয়ে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পরীক্ষার কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা জোরদারের কথা জানিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। ১৯ জুন পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ জুলাই পর্যন্ত।

এসএসসিতে চট্টগ্রাম নগরীতে রয়েছে মোট ৩৯টি পরীক্ষা কেন্দ্র। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্র তিনটি এবং দাখিল পরীক্ষা কেন্দ্র ছয়টি।

রোববার (১৯ জুন) সকাল ১০টা হতে ১২ টা পর্যন্ত পরীক্ষা পরিচালনার জন্য বৃহস্পতিবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আইনশৃঙ্খলা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে সিএমপি থেকে।

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানান, পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে পরীক্ষা শেষের পরবর্তী এক ঘন্টা পর্যন্ত কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন ও ব্যবহার করা এবং মিছিল, সভা-সমাবেশ অনুষ্ঠান, উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পীকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহারসহ বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম নগরীর এসএসসি পরীক্ষা কেন্দ্র :
১. কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, আইস ফ্যাক্টরী রোড, চট্টগ্রাম।
২. রেলওয়ে পাবলিক হাই স্কুল পলোগ্রাউন্ড, চট্টগ্রাম।
৩. টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
৪. গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, হালিশহর, চট্টগ্রাম।
৫. সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ডবলমুরিং, চট্টগ্রাম।
৬. সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়, কোতোয়ালী, চট্টগ্রাম।
৭. মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, কোতোয়ালী, চট্টগ্রাম।
৮. ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
৯. চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়, চকবাজার, চট্টগ্রাম।
১০. কাজেম আলী স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম কলেজ রোড, কোতোয়ালী, চট্টগ্রাম।
১১. বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।
১২. মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়, সদর, চট্টগ্রাম।
১৩. নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ, চট্টগ্রাম।
১৪. চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
১৫. চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউশন, দামপাড়া, চট্টগ্রাম।
১৬. ওয়াজেদীয়া উচ্চ বিদ্যালয়, বায়েজিদ, চট্টগ্রাম।
১৭. অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
১৮. চট্টগ্রাম সেনানিবাস উচ্চ বিদ্যালয়, বায়েজিদ, চট্টগ্রাম।
১৯. চট্টগ্রাম পাবলিক স্কুল এন্ড কলেজ, বায়েজিদ, চট্টগ্রাম।
২০. চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ, নাসিরাবাদ, চট্টগ্রাম।
২১. শেরশাহ কলোনী ডাঃ মাজহারুল হক হাই স্কুল, চট্টগ্রাম।
২২. অপর্নাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, নন্দনকানন, চট্টগ্রাম।
২৩. রহমানিয়া উচ্চ বিদ্যালয়, পাঁচলাইশ, চট্টগ্রাম।
২৪. আগ্রাবাদ সরকারী কলোনী উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদ, চট্টগ্রাম।
২৫. আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, ডবলমুরিং, চট্টগ্রাম।
২৬. হাতেখড়ি স্কুল এন্ড কলেজ, ডবলমুরিং, চট্টগ্রাম।
২৭. ওয়ারলেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
২৮. নৌ-বাহিনী উচ্চ বিদ্যালয় ও কলেজ সেইলার্স কলোনী বন্দর চট্টগ্রাম।
২৯. পতেঙ্গা উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা, চট্টগ্রাম।
৩০. চান্দগাঁও এনএমসি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
৩১. সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ, চান্দগাঁও, চট্টগ্রাম।
৩২. দিলওয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, বাকলিয়া, চট্টগ্রাম।
৩৩. এএল খান উচ্চ বিদ্যালয়, মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম।
৩৪. বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়,পাহাড়তলী চট্টগ্রাম।
৩৫. পিএইচ আমিন একাডেমী, কাস্টম একাডেমী, পাহাড়তলী, চট্টগ্রাম।
৩৬. কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী, চট্টগ্রাম।
৩৭. পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ, আকবরশাহ, চট্টগ্রাম।
৩৮. হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
৩৯. দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, কর্ণফুলী, চট্টগ্রাম।

এসএসসি (ভোকেশনাল) : ৩টি
১. বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নাসিরাবাদ, চট্টগ্রাম।
২. মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নাসিরাবাদ, চট্টগ্রাম।
৩. টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম।

দাখিল পরীক্ষা কেন্দ্র: ৬টি
১. ছোবহানিয়া আলীয়া মাদ্রাসা, আছাদগঞ্জ রোড, পাথরঘাটা, চট্টগ্রাম।
২. দারুল উলুম কামিল মাদ্রাসা, চন্দনপুরা, কোতোয়ালী, চট্টগ্রাম।
৩. নেছারিয়া কালিম মাদ্রাসা, পাহাড়তলী, চট্টগ্রাম।
৪. জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা,ষোলশহর, চট্টগ্রাম।
৫. ওয়াজেদীয়া আলিয়া মাদ্রাসা, বায়েজিদ, চট্টগ্রাম।
৬. আহসানুল উলুম গাউছিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, বায়েজিদ, চট্টগ্রাম।

আরএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!