চট্টগ্রামের ‘পিস্তল বাবু’ ভারত সীমান্তে ধরা

তালিকাভুক্ত ছিনতাইকারী ও ‘কিশোর গ্যাং’ লিডার আবু আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুনের মামলার প্রধান আসামির তালিকায় নাম রয়েছে বাবুর।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহেদুল কবির। তিনি বলেন, ‘বাবুর বিষয়ে রোববার (১২ জুন) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

পুলিশ জানায়, মঈনুদ্দিনকে খুনের পর প্রথমে কক্সবাজার গিয়ে আত্মগোপন করে বাবু। সেখানে পুলিশের গ্রেপ্তারের অভিযানের খবর পেয়ে স্থান পরিবর্তন করে। পরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারত পালানোর চেষ্টা করে। শনিবার প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৯ জুন পলোগ্রাউন্ডে বাণিজ্য মেলায় কাপড়ের স্টল বসানোকে কেন্দ্র করে পিস্তল বাবুর সঙ্গে কথা কাটাকাটি হয় মো. মঈনুদ্দিন (৩০) ও মো. মোবারকের। এক পর্যায়ে তাদের ছুরিকাঘাত করে বাবু।

আহত মঈনুদ্দিন ও মোবারককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মো. মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এমএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!