চট্টগ্রামের পাহাড়তলীর বস্তিতে মাদকের আখড়া, উচ্ছেদের দাবিতে রাস্তায় স্কুল শিক্ষার্থীরা

চট্টগ্রামের পাহাড়তলী পুলিশ ফাঁড়ির পিছনে দীর্ঘদিন ধরে রেলের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এসব স্থানে দিন-রাত চলছে মাদক বিক্রিসহ নানা অনৈতিক কর্মকান্ড।

এবার রেলের জায়গায় অবৈধ কর্মকান্ড বন্ধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাহাড়তলী এলাকার মাস্টারলেনের এলাকাবাসীও।

রোববার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে পাহাড়তলী বিভাগীয় কর্মব্যবস্থাপক (ডিআরএম) অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিভাগীয় কর্মব্যবস্থাপক ও ভূসম্পত্তি কর্মকর্তার কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, আকবরশাহ থানা এলাকার পুলিশ বিট স্ক্র‍্যাপ কলোনীতে রেলে জায়গা দখল করে বস্তি নির্মাণ করে চলছে মাদক বানিজ্য। খুলশী থানা এলাকা ফাঁড়ির সামনে রিক্সার অবৈধ গ্যারেজে প্রকাশ্যে চলছে চোরাই রিক্সা কেনাবেচা ও মাদক সেবন। বাঁধা দিলে এলাকাবাসীর উপর চলে হামলা।

এমন পরিস্থিতিতে উক্ত এলাকাটি অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তাদের স্থায়ীভাবে উচ্ছেদ ও রেলের সম্পত্তি উদ্ধার করে মাস্টার লেইন, পাঞ্জাবী লেইন, সিগনাল কলোনিতে বসবাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে পূর্ব কর্মব্যবস্থাপক আবিদুর রহমান বলেন, ‘আমরা একটি স্মারকলিপি পেয়েছি। দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হবে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!