চট্টগ্রামের নিলামে ৩৫টি গাড়িসহ ৭৫ লট পণ্য বিক্রি হবে বুধবার

চট্টগ্রামে নিলামে বিক্রি করা হচ্ছে ৩৫টি গাড়িসহ বিভিন্ন পণ্য। এই নিলামে অংশ নিতে হলে মঙ্গলবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যে দরপত্র সংগ্রহ করে পরদিন দুপুরের আগেই জমা দিতে হবে চট্টগ্রাম নগরীর দুই জায়গায় স্থাপিত টেন্ডার বক্সে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসে নিলামে উঠছে বিভিন্ন ধরনের ৩৫টি গাড়িসহ মোট ৭৫ লট পণ্য। এসব পণ্য স্বচক্ষে দেখার সুযোগ রয়েছে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকাল তিনটা পর্যন্ত।

নিলামে যেসব গাড়ি তোলা হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে— ২৩ লাখ ৭৮ হাজার ৭৬২ টাকা মূল্যের টয়োটা মাইক্রোবাস, ২১ লাখ ৩৩ হাজার ৮৫৬ টাকা মূল্যের নিশান মাইক্রোবাস, ১৭ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের টয়োটা কেআর-৪২ মডেলের জাপানি গাড়ি, হাইস, ড্রাম ট্রাকসহ আরও বিভিন্ন ধরনের গাড়ি। বিভিন্ন দেশ থেকে আমদানি করা এসব গাড়ি আমদানিকারকরা খালাস না নেওয়ায় সেগুলো নিলামে তোলা হচ্ছে।

নিলামে অংশ নিতে হলে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত অফিস চলাকালে ২০০ টাকা মূল্যের ক্যাটালগ ও ১০০ টাকা মূল্যে দরপত্র সংগ্রহ করতে হবে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে সেই দরপত্র জমা দিতে হবে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে টেন্ডার বক্সে।

গাড়ি ছাড়াও নিলামে তোলা বিভিন্ন পণ্যের মধ্যে রয়েছে সালফিউরিক এসিড, টেক্সটাইল কেমিক্যাল, ড্রাগন ফল, ফেব্রিক্স পণ্য, প্লাস্টিক হ্যাঙ্গার, থান কাপড়, জিংক অক্সাইড, আউটডোর ওয়াল টাইলস, রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য, জেন্টস আন্ডারওয়্যার, পেপার ট্যাগ, প্লাস্টিক ফিতা, ওয়েস্ট বেল্ট, পেইন্টিং পণ্য, ফ্লাডলাইট, ল্যাবরেটরি সাপলাইস, হ্যান্ড গ্লোভস, ফ্লোর ম্যাট, অ্যালুমিনিয়াম পাউডার, কটন ড্রকর্ড, এমপিইটি ফিল্ম, ইলেকট্রিক এয়ার পাম্প, ব্র্যান্ড ফেজার লিফট, বই, মোটরসাইকেল টায়ার।

এছাড়া আরও রয়েছে কসমেটিক্স পণ্য, ডিপ লাইনার, আই লাইনার, ক্যাপিটাল মেশিনারি, মেশিনারি পণ্য, পিভিসি মেশিন, ডায়নামিক ব্যালেন্সিং মেশিন, খালি ড্রাম, ওয়্যার রোপ, চেইন ক্যাবল, ইলেকট্রিক স্ট্যান্ড ফ্যান, বয়লার পণ্য, শার্ট ফেব্রিক্স, উল ফেব্রিক্স, আমব্রেলা ফেব্রিক্স, ওয়াল ফ্যান, ব্লক ও ব্লেড পণ্য, কম্বল, জিংক শিট ইত্যাদি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!