চট্টগ্রামের দুই হাসপাতালে গিয়ে পরিস্থিতি দেখে এলো ছাত্রলীগ

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিস্থিতি মনিটরিং করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রামের দুটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেন নগর ছাত্রলীগের একদল প্রতিনিধি।

বৃহস্পতিবার (৪ জুন) কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবুর রহমান তারেক ও নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে ছাত্রলীগের নেতৃবৃন্দ মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তারা হাসপাতাল দুটি ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন। রোগীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ নিয়ে পরে তারা হাসপাতাল দুটির কর্তৃপক্ষের সাথে বৈঠকও করেন।

দুই হাসপাতালেই আইসিইউ ইউনিট বন্ধ পাওয়া গেছে— এমনটি জানিয়ে জাকারিয়া দস্তগীর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দুটি হাসপাতালই প্রথমে আমাদের জানিয়েছে তাদের আইসিইউতে সিট নেই। অথচ আমরা আইসিইউ ওয়ার্ডে গিয়ে একজন রোগীও পাইনি। পরে এই বিষয়ে জানতে চাইলে হাসপাতালে দায়িত্বরতরা জানিয়েছেন ডাক্তার নেই বলে আইসিইউ বন্ধ রাখা হয়েছে।’

চট্টগ্রামের দুই হাসপাতালে গিয়ে পরিস্থিতি দেখে এলো ছাত্রলীগ 1

তিনি বলেন, ‘আমরা হাসপাতালে চিকিৎসার সাধারণ রোগীদের সাথে কথা বলেছি। তাদের অভিযোগ শুনেছি। পরে সেসব বিষয়ে হাসপাতাল মালিক ও ডাক্তারদের সাথে কথা বলেছি। উনাদের কথাগুলোও আমরা শুনছি। আমরা হাসপাতাল মালিক ও ডাক্তারদের মানবিক হয়ে চলমান পরিস্থিতিতে রোগীদের সেবা দেওয়ার জন্য অনুরোধ করেছি। রোগীদের সেবা দেয়ার বিষয়ে হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের আশ্বস্ত করেছেন।’

সব পক্ষের মধ্যে সমন্বয় করে নাগরিকদের সেবা পাওয়া নিশ্চিত করা না গেলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে জাকারিয়া দস্তগীর বলেন, ‘রোগী, হাসপাতাল মালিক, ডাক্তার ও প্রশাসনের সাথে সমন্বয় করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো। এরপরও চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব না হলে আমরা অ্যাকশনে যাব।’

নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়ে নগর ছাত্রলীগের সহ সম্পাদক সাব্বির সাকির বলেন, ‘আমরা রোগীদের সমস্যাগুলো এবং চিকিৎসকদের অভিযোগও নোট করছি। আরও কিছু হাসপাতাল ঘুরে আমরা সব পক্ষের যৌক্তিক সমস্যা ও সেসবের সমাধান নিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেবো।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সম্পাদকমন্ডলীর সদস্য কাজী মাহমুদুল হাসান রনি, সদস্য মাহমুদুর রশিদ বাবু, ছাত্রনেতা ইউসুফ আলী বিপ্লব, ওয়াহিদ বিন ইউনুস, সৈয়দ তুহিন, সাকিব প্রমুখ।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!