চট্টগ্রামের দুই নম্বর গেইটে ওয়াগনের তিন বগি লাইনচ্যূত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ দুই নম্বর গেইট এলাকার শেখ ফরিদের মাজারের সামনে তেলবাহী একটি ওয়াগনের তিনটি বগি লাইনচ্যূত হয়েছে। ট্রেনটি দোহাজারীর দিকে যাচ্ছিল।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাইনচ্যূত ওয়াগন উদ্ধারের কাজ চলছিল। লাইনচ্যূত বগির মধ্যে একটি বগি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি বগিগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ের প্রকৌশল বিভাগ।

চট্টগ্রামের দুই নম্বর গেইটে ওয়াগনের তিন বগি লাইনচ্যূত 1

জানা যায়, একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য ফারনেস অয়েল নিয়ে যাচ্ছিল ওয়াগনটি। শেখ ফরিদের মাজারের সামনে এলে ওয়াগনটির তিনটি বগি লাইনচ্যূত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এইচটি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!