চট্টগ্রামের ডিজিটাল উদ্ভাবনী মেলায় মিলবে সরকারি ২২ প্রতিষ্ঠানের সেবা

চট্টগ্রামে শুরু হওয়া ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি ২২টি প্রতিষ্ঠানের সেবা পাওয়া যাবে।

মেলা থেকে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের আবেদন, সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে অন্তর্ভুক্তির আবেদন, অনলাইনে জিডি করা, ই মিউটেশন, জন্ম মৃত্যু নিবন্ধন, কোভিডের টিকা কার্ড সংশোধন, সিটি কর্পোরেশন এর হোল্ডিং ট্যাক্স প্রদান, ট্রেড লাইসেন্স এর আবেদন ও নবায়ন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সকল সেবাসমূহ সরাসরি প্রদানের ব্যবস্থা রয়েছে।

মেলায় বিআরটিএর স্টল থেকে ৫০০০ ব্যাক্তিকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে ২ দিনব্যাপী শুরু হয় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন এবং সরকারের বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

মেলায় সরকারের ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলার স্টল থেকে সরাসরি নাগরিকদের বিভিন্ন ধরণের সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

সকালে উদ্বোধনের পর জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘চট্টগ্রামের যে সকল সরকারী বা বেসরকারি প্রতিষ্ঠান উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে এবং অনলাইন প্লাটফর্মের মাধ্যমে নাগরিক সেবা দিয়ে থাকে তাদেরকে নিয়ে এই মেলার আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে। এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশের। এ জন্য সরকারের সকল দপ্তরকে সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।’

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!