চট্টগ্রামের টেস্টি ট্রিটের খাবারে কাপড়ের রং, জরিমানা ১০ হাজার

খাবারে কাপড়ের রং ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন করায় চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড়ের ‘টেস্টি ট্রিট’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া পৃথক অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) কর্ণফুলী উপজেলা, নগরীর ওয়াসার মোড়, সদরঘাট এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ।

ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, ‘মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যে ডাইং কালার ব্যবহারের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘এর মধ্যে নিউ মদিনা স্টোরকে ৮ হাজার, শাহ আমানত স্টোরকে ২ হাজার ও খাবারে কাপড়ের রং ব্যবহার করায় নগরীর ওয়াসার মোড়ে টেস্টি ট্রিটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নানা অনিয়মের অভিযোগে নগরীর সদরঘাট এলাকায় একটি প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়া হয়।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!