চট্টগ্রামের জুলুসে হারানো রোমানার পরিবার মিলছে না, উদ্ধার আরও দুই

চট্টগ্রামে জশনে জুলুসের মিছিলে হারিয়ে যাওয়া তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলেও পরিবার মিলছে না একজনের।

রোববার (১০ নভেম্বর) দুপুরে জামালখান ও কাজীর দেউড়ি এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাদের উদ্ধার করে।

কোতোয়ালি থানা সুত্রে জানা যায়, পুলিশ হেফাজতে থাকা শিশুদের নাম— সুমাইয়া (৫), মো. রবিউল (৭) ও রোমানা আক্তার (৮)। এদের মধ্যে সুমাইয়া ও রবিউলকে ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে রোমানাকে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘জুলুসে মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া তিন শিশুকে আমরা উদ্ধার করেছি। এর মধ্যে সুইমাইয়া ও রবিউলকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু রোমানার পরিবারের কোনো সন্ধান আমরা এখনো পাইনি। সে নিজেও তেমন কিছু জানাতে পারছে না। তবে আমরা রোমানার সাথে কথা বলে জানার চেষ্টা করে যাচ্ছি।’

রোমানার পরিবারের খোঁজ পেলে কোতোয়ালী থানার ডিউটি অফিসারের (০১৭৬৯৬৯৫৬৬৫) সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এসএএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!