চট্টগ্রামের কলেজ ছাত্রের মাথার খুলি ফেটে আটকে গেছে ব্রেনে

অপারেশন করানোর টাকা নেই পিতৃহারা ছেলেটির

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন জীবনমৃত্যুর শঙ্কায় রয়েছেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের মাস্টার্স শেষ বর্ষের মেধাবী ছাত্র অনিক চৌধুরী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামের ট্রেন ধরতে স্টেশনের উদ্দেশ্যে আসার সময় সিএনজি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন অনিক। এতে তার ডান হাত ও ডান চোখে গুরুতর আঘাত লাগে। এছাড়া মাথার খুলিতে আঘাত পেয়ে কিছু ভাঙা অংশ ব্রেনে আটকে গেছে।

এ অবস্থায় রোববার (১৩ সেপ্টেম্বর) চোখের অপারেশন করানো হবে। এরপর মাথা ও হাতের অপারেশনের কথা রয়েছে।

অনিকের বাবা নেই। এমন অসহায় অবস্থায় চিকিৎসার বিপুল অর্থভার তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। মা গার্মেন্টসে চাকরি করে সংসার চালান। তাই একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি। পিতৃহারা সম্ভাবনাময় কলেজছাত্রটিকে বাঁচাতে সহৃদয় ব্যক্তিবর্গের কাছে আবেদন জানিয়েছেন তার মা। সাহায্য পাঠানো যাবে বিকাশের (পার্সোনাল) এই নম্বরে— ০১৭২২১৮৫২৬০।

চট্টগ্রাম নগরীর ডিসি রোডের বাসিন্দা অনিক বর্তমানে ঢাকার গ্রিন রোডের নিউলাইফ হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তার মামা রাজীব চৌধুরী।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!