চট্টগ্রামের কর্ণফুলীতে ফারুক, ফটিকছড়ি পৌরসভায় ইসমাইল পেলেন আওয়ামী লীগের মনোনয়ন

স্থানীয় সরকার নির্বাচনে দেশজুড়ে ৪০ প্রার্থী চূড়ান্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফারুক চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন মো. ইসমাইল হোসেন। দুজনেই বর্তমানে একই পদে রয়েছেন।

দেশের সাতটি উপজেলা, চারটি পৌরসভা ও ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থিতা চূড়ান্ত করা হয়। এ সময় ফরিদপুর-২ আসনের উপনির্বাচনেও দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে শাহদাব আকবরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে কর্ণফুলীতে ফারুক চৌধুরী ছাড়াও রৌমারী উপজেলায় মো. রেজাউল ইসলাম, চিলমারীতে মো. সোলায়মান আলী সরকার, খোকসায় মো. বাবুল আখতার, নেত্রকোনা সদরে মো. আতাউর রহমান, ওসমানীনগরে মো. শামীম আহমদ, জগন্নাথপুরে মো. আকমল হোসেন মনোনয়ন পেয়েছেন।

পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় মো. ইসমাইল হোসেন ছাড়াও মনোনয়ন পেয়েছেন দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় মো. আমজাদ হোসেন, জামালপুরের হাজরাবাড়ী পৌরসভায় সামছুজ্জামান এবং সিলেটের বিশ্বনাথ পৌরসভায় ফারুক আহমদ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে এসএম আশরাফুল হক (মিঠু), জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে মো. বোরহান উদ্দীন ফকির ও তুলসীগঙ্গা ইউনিয়নে মো. বজলুর রহমান খান।

বগুড়া জেলার শাহাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. ইনছান আলী, কুষ্টিয়া জেলার সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নে মহ. শাহজাহান আলি ও কাঞ্চনপুর ইউনিয়নে মো. একরামুল হক, মিরপুর উপজেলার চিথলিয়া ইউপিতে মো. এনামুল হক বাবলু ও ধুবইল ইউপিতে মো. মাহাবুর রহমান মনোনয়ন পেয়েছেন।

যশোর জেলার সদর উপজেলার আরবপুর ইউনিয়নে মো. শাহারুল ইসলাম, বাগেরহাট জেলার সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নে রবিউল ইসলাম ফারাজী ও মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নে এস এম সাইকুল আলম, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে গাজী সাহাগীর হোসেন ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউপিতে শাহেদুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে মো. আসাদুজ্জামান, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউপিতে গোলজার হোসেন, ঢাকা জেলার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে মো. আমজাদ হোসেন, মাহমুদপুর ইউনিয়নে আইয়ূব আলী ও সুতারপাড়া ইউনিয়নে শেখ নাসির উদ্দিন মনোনয়ন পেয়েছেন।

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে মো. মনিরুল হক মিঠু, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মো. রফিকুল ইসলাম ও ফুলকোচা ইউনিয়নে মো. মামুনুর রশিদ, নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে মোহাম্মদ মোছলেহ উদ্দিন ভুঞা মনোনয়ন পেয়েছেন।

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট ইউপিতে সুভাষ চন্দ্র পাল, পূর্ব জাফলং ইউপিতে মো. রফিকুল ইসলাম ও মধ্য জাফলং ইউনিয়নে ফারুক হোসেন মনোনয়ন পেয়েছেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!