চট্টগ্রামের এই ১৯ সড়কে আজ না যাওয়াই ভালো

রাষ্ট্রপতির চট্টগ্রাম সফর নির্বিঘ্ন করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ বিশেষ ট্রাফিকব্যবস্থা গ্রহণ করেছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৪র্থ সমাবর্তন উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এখন চট্টগ্রাম সফরে রয়েছেন।

এ ব্যবস্থার অংশ হিসেবে গতকালের মতো আজ বৃহস্পতিবারও (৫ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর বায়েজিদ ফায়ার সার্ভিস মোড়, বায়েজিদ ক্যান্টনমেন্ট গেইট, ২ নং গেইট, ইস্পাহানী মোড়, রেডিসন চত্বর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নেভাল ক্রসিং, কাজীর দেউড়ি মোড়, সার্সন রোড, আলমাস মোড়, ওয়াসা মোড়, ১ কিলোমিটার মুরাদপুর ফ্লাইওভার প্রান্ত, চান্দগাঁও আবাসিক এ-ব্লক, বি-ব্লক রোড, বহদ্দারহাট টার্মিনাল, সিএমবি রাস্তার মাথা, বাহির সিগন্যাল, কাপ্তাই রাস্তার মাথা, গোলাপের দোকানসহ নগরীর বিভিন্ন মোড়, ক্রসিং ও সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেওয়া হবে।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশনের কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ থাকবে। সংশ্লিষ্ট নগরবাসীকে এসব সড়কের পরিবর্তে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!