ভিডিও/ চট্টগ্রামের উড়ালসেতু যখন স্রোতস্বিনী ঝরনা

ঝরনা দেখতে শহরের মানুষকে আর দূরদূরান্তে যেতে হবে না। চট্টগ্রাম মহানগরীতে টানা কয়েক ঘন্টা বৃষ্টি হলে ঝরনার মতোই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় উড়ালসেতুর কাছেই। পাহাড় ছেড়ে ঝরনার পানি এখন উড়াল সেতু বেয়ে গড়িয়ে পড়ছে নগরীর বহদ্দারহাটের পুকুরপাড় এলাকায়। বৃষ্টির সময় ফ্লাইওভার থেকে অনবরত ঝরনার মতো পানি পড়ে। পথচারীরা এতে দুর্ভোগ পোহাচ্ছে এবং পাশাপাশি ক্ষতি হচ্ছে রাস্তারও। পরিকল্পিত পাইপ বসানো থাকা সত্ত্বেও মেরামতের অভাবে এমন অবস্থা হচ্ছে বলে জানা যায়।

সাইফুল আলম নামের এক পথচারী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি প্রতিদিন এই পথ দিয়ে আসা-যাওয়া করি। বৃষ্টি শুরু হলেই দেখা যায় ফ্লাইওভার থেকে ঝরনার মতো পানি পড়া শুরু করে। ফ্লাইওভারে বৃষ্টির পানি জমে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি। এ কারনে আমাদের চলাচল করতে সমস্যা হয়। গায়ে এমনভাবে পানি পড়ে পুরো শরীরই ভিজে যায়।’

সিএনজিচালিত অটোরিকশা চালক সুমন বলেন, ‘যেভাবে ফ্লাইওভার থেকে পানি পড়ে, এই পথ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় মনে হয় কী যেন ভেঙে পড়লো গাড়ির ওপর। যাত্রী থাকলে তারাও ভয় পেয়ে যায়। আসলে আমাদের চলাচলে খুবই অসুবিধা হয় এ কারণে।’

বৃষ্টি শুরু হলেই ফ্লাইওভার থেকে ঝরনার মতো পানি পড়া শুরু করে।
বৃষ্টি শুরু হলেই ফ্লাইওভার থেকে ঝরনার মতো পানি পড়া শুরু করে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, ‘প্রতিদিন রাতের বেলা ফ্লাইওভারের ওপর দিয়ে কয়েকশত বালির ট্রাক যায়। ঘন্টায় ৩০টিরও বেশি ট্রাক এ পথে যায়। ট্রাক থেকে বালি পড়ে রেইন ওয়াটার পাইপের জালি বন্ধ হয়ে যায়। বৃষ্টির সময় পানি যাওয়ার জন্য কোনো না কোনো পথ তো খুঁজে, ফলে কোনো একদিক দিয়ে বেরিয়ে যায়।’

তিনি বলেন, ‘আমরা সবসময় পাইপের জালি পরিষ্কার রাখার চেষ্টা করি। বালির ট্রাক যাওয়া যদি বন্ধ করা যেতো তাহলে এই সমস্যা হতো না। কিন্তু ট্রাক যাওয়া তো বন্ধ করা সম্ভব না।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!