চট্টগ্রামের উন্নয়ন সমন্বয় করতে ঢাকায় উচ্চ পর্যায়ের বৈঠক বুধবার

চট্টগ্রামে ৩২ সেবাধর্মী সরকারি প্রতিষ্ঠান রয়েছে। তবে ৩১ প্রতিষ্ঠান সরকারি কর্মকর্তা দিয়ে পরিচালিত হলেও শুধুমাত্র চট্টগ্রাম সিটি করপোরেশনই নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে পরিচালিত হয়। কিন্তু বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের ইচ্ছামত সমন্বয়হীন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। এ নিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ অবস্থায় চট্টগ্রামের সকল সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে সমন্বয় সভা করতে যাচ্ছে সরকার।বুধবার (৩১ জুলাই)দুপুর দুইটায় সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রামের সব মন্ত্রী, এমপি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণও উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উদ্যোগে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর:তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানান তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।

অনুষ্ঠানে পতেঙ্গার বাসিন্দা চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী প্রণীতা চৌধুরী আলোচকদের কাছে জানতে চান নগরীর যানজট সমস্যা নিরসন নিয়ে সরকারের ভাবনা কি? একই সঙ্গে বিশ্বমানের নগরী গড়তে আওয়ামী লীগ সরকারের কোনও পদক্ষেপ আছে কিনাও তা জানতে চান অনুষ্ঠানের উপস্থাপক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ। এ সময় আলোচকদের মধ্যে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির বক্তব্যের পর চট্টগ্রামের সাংসদ ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বক্তব্য রাখেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গভঙ্গ হওয়ার পর কলকতা ও চট্টগ্রাম দুটি শহর খুব আলোচিত ছিল। কিন্তু আমাদের বন্দর থাকলেও তাদের তা ছিল না। সেই থেকে বন্দরের গুরুত্ব ছিল বিশ্বব্যাপী। এই নগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। উনি নিজেই চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। বিশ্বের কোনও শহরের জলাবদ্ধতা নিরসনে প্রায় ১২ হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে কিনা জানি না। তবে প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সিডিএ, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডকে প্রায় ১২ হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। কাজ চলছে, তা শেষ হলে সমস্যাও নিরসন হবে।’

তিনি আরো বলেন, ‘কাজ যেমন চলছে, তেমনি সমন্বয়হীনতাও যে রয়েছে তাও অস্বীকার করা যাবে না। সিটি করপোরেশন রাস্তা বানাচ্ছে। সিডিএ, বিদ্যুৎ বা কর্ণফুলী গ্যাস এসে খুঁড়ে দিচ্ছে। নিয়ম হচ্ছে যারা খুঁড়বে তারাই আগের অবস্থায় ফিরিয়ে আনবে। কিন্তু সমন্বয়হীনতার কারণে উন্নয়নের সুফলের বদলে দুর্ভোগের কারণে বদনাম হচ্ছে সরকারের। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় চট্টগ্রামের সকল সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে সমন্বয় সভা করতে যাচ্ছে সরকার। বুধবার দুপুর দুটায় সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রামের সব মন্ত্রী, এমপি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণও উপস্থিত থাকবেন।’

একই ধরনের প্রশ্ন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র তানভীর। এ প্রশ্নের উত্তরে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির বলেন, ‘সিটি করপোরেশনসহ ৩২ সেবা সংস্থা আছে। সবগুলোই সরকারের অংশ। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে সরকারের প্রকল্পগুলো নেওয়া হচ্ছে। এখন তারা নিজেরা প্রকল্প নিয়ে পাস করিয়ে কাজ শুরু করলেও আমাদের জানায় না। এখন আমরা তো আর বাধা দিতে পারিনা। সহযোগিতা করা ছাড়া। ফলে প্রকল্প গ্রহণ সবসময় এককেন্দ্রিক হয় না। কিন্তু ৩২ সেবা সংস্থার মধ্যে একমাত্র জনপ্রতিনিধি হিসেবে সব কাজের প্রত্যাশা সিটি মেয়রের কাছে। কিন্তু তখন আমাদের কিছুই করার থাকে না।’

মেয়র আরো বলেন, ‘বুধবার এই প্রথম চট্টগ্রামের উন্নয়ন নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে যে বৈঠক হবে সেখানেই এসব সমন্বয়হীনতার সমাধান আসবে বলে আশা করছি। ওই বৈঠক থেকে চট্টগ্রামের উন্নয়নে আরো প্রকল্প গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।’

আওয়ামী লীগের ৭০ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর : তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক ধারাবাহিক আলোচনা সভার আয়োজন করছে আওয়ামী লীগের প্রচার ও প্রকশনা উপ-কমিটি। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছে সিআরআই।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য শাহ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরশেনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, রামুর সংসদ সদস্য ও প্রচার-প্রকাশনা উপ কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান প্রমুখ।

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!