চট্টগ্রামের ইমাম বাটনসহ শেয়ারবাজারের ৯ কোম্পানির ১৭ পরিচালক বাদ

২ শতাংশ শেয়ার ধারণেও ব্যর্থ হওয়ায় শেয়ারবাজারের তালিকাভুক্ত ৯ কোম্পানির ১৭ জন পরিচালককে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে রয়েছে চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান ইমাম বাটন ইন্ডাস্ট্রিজও। রয়েছে বিমান পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজও।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এসব পরিচালককে অপসারণ বিষয়ক আদেশে স্বাক্ষর করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। তবে সংশ্লিষ্ট কোম্পানিগুলো এ চিঠি পাবে আগামী রোববার।

যে ৯টি কোম্পানির ১৭ পরিচালককে অপসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হলো ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি (বিজিআইসি), ইস্টার্ন ইনস্যুরেন্স, ইনটেক লিমিটেড, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স ও ইউনাইটেড এয়ারওয়েজ।

ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের ৪৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে গত ২ জুলাই ২২টি কোম্পানির ৬১ পরিচালককে চিঠি দেয় বিএসইসি। এর মধ্যে ২৫ জন পরিচালক নির্ধারিত সময়ের মধ্যে বাজার থেকে শেয়ার কিনে আইন পরিপালন করেছেন। ১৯ জন পরিচালক শেয়ার কিনতে না পারায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেন।

অন্যদিকে বাকি ১৭ জন শেয়ারও কেনেননি, আবার পদেও রয়ে গেছেন। তাই এসব পরিচালককে অপসারণের উদ্যোগ নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

সিকিউরিটিজ আইন অনুযায়ী ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হওয়া পরিচালকদের অপসারণের বিধান আছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!