চট্টগ্রামের আলেম করোনায় মারা গেলেন মদিনায়

মাত্র একদিনের ব্যবধানে সৌদি আরবের মদিনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রামের সন্তান মাওলানা তৌহিদুল ইসলাম মারা গেলেন। শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টার দিকে তিনি সৌদি আরবে মৃত্যুবরণ করেন।

তিনি চন্দনাইশ উপজেলার হাশিমপুর সিকদার পাড়ার মাওলানা ছাবের আহমদের ছেলে। ফেব্রুয়ারিতে তিনি ছুটি নিয়ে বাংলাদেশ থেকে ঘুরে গিয়েছিলেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর সৌদি আরবের মদিনায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরহুম তৌহিদুল ইসলাম চার মেয়ে সন্তানের জনক।

তিনি সৌদি আরব যাওয়ার আগে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠ সংলগ্ন টাক শাহ মিয়া মাজার জামে মসজিদ, হামিদচর জামে মসজিদসহ একাধিক মসজিদে ইমামতি করেছেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে মদিনার ওহুদ হসপিটালে চিকিৎসাধীন অবস্থা মারা যান চন্দনাইশ বরকল ইউনিয়নের ওবায়দুর রহমান জুয়েল।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!