চট্টগ্রামেও বন্ধ হচ্ছে করোনা টিকার প্রথম ডোজ, ২৬ ফেব্রুয়ারি থেকে

চট্টগ্রামেও ২৬ ফেব্রুয়ারির পরে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তবে দ্বিতীয় ডোজ টিকা প্রদান যথারীতি অব্যাহত থাকবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমানটাই জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রামের ১১টি জেলায় ২৬ ফেব্রুয়ারি হবে প্রথম ডোজ টিকা দেওয়ার শেষ তারিখ। প্রতিটি ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকায় অতিরিক্ত টিকাদান কেন্দ্র থাকবে। এর আগেই নিকটতম টিকাদান কেন্দ্রে গিয়ে করোনার প্রথম ডোজ টিকা বার অনুরোধ জানানো হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১২ বছর বা তার বেশি বয়সী যে কেউ এখন থেকে যেকোনো কেন্দ্রে কোনো রেজিস্ট্রেশন বা নথিপত্র ছাড়াই প্রথম ডোজ করোনা টিকা নিতে পারবেন। এরপরও যারা করোনার টিকা নিবেন না তারা সরকারি সেবা পেতে সমস্যার সম্মুখীন হবে।

আরএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!