চট্টগ্রামেই রঙিন পোশাকে অভিষেক ইয়াসির আলী রাব্বির

ওয়ানডেতে দেশের ১৩৭তম ক্রিকেটার

দীর্ঘ প্রতীক্ষার পর ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ মাথায় তোলেন ইয়াসির আলি রাব্বি। ৩ মাস পরে পেলেন আরো একটি অভিষেকের স্বাদ। এবার ওয়ানডে ফরম্যাটে নাম তুললেন তিনি। বাংলাদেশের দলের ১৩৭তম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে রঙিন পোশাক গায়ে চড়ালেন চাটগাঁইয়া নওজোয়ান রাব্বি।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (২৩ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তার অভিষেক হয়। এর আগে টেস্ট খেলা ইয়াসির সাদা বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের রঙিন পোশাকেও শুরু হল তার যাত্রা। আজকের ম্যাচে মিডল অর্ডারে ব্যাট করবেন রাব্বি।

লিস্ট এ ক্রিকেটের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ রাব্বির। ৭১ ইনিংসে প্রায় ১৯০০ এর মতো রান রাছে তার। প্রায় ৩৫ গড়ে তুলেছেন এই রান। যেখানে ২টি শতকেত সঙ্গে অর্ধশতক আছে ১১টি।

সিরিজের প্রথম ম্যাচে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ৫৯ রান।

গত জুলাইয়ে শেষ ম্যাচ খেলার পর দীর্ঘ বিরতি কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছে টাইগাররা। সিরিজের তিনটি ম্যাচই আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। বর্তমানে ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে দুদলের একাদশ-
বাংলাদেশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান:
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজল হক ফারুকি।

আরএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!