চকরিয়ায় ১৪ প্রাথমিক বিদ্যালয়কে অবকাঠামোগত উন্নয়ন ও মেরামতের জন্য ১৪ লাখ টাকা অনুদান

মুকুল কান্তি দাশ,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও মেরামতের জন্য ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ।

chattagaram-protidin-must-head1452848962

উপজেলার ১৪টি প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে অনুদানপ্রাপ্ত ১৪ লাখ টাকা সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়া হয়েছে। চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.খুরশিদুল আলম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

চকরিয়া উপজেলা প্রাাথমিক শিক্ষা বিভাগ সুত্রে জানা গেছে, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় চকরিয়া উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য ১৪ লাখ টাকা বরাদ্ধ দিয়েছেন। ইতোমধ্যে বরাদ্ধপত্রের কপি সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষকের হাতে তুলে দিয়েছেন এমপি ইলিয়াছ।

 
অনুদানপ্রাপ্ত সরকারি ও রেজিষ্ট্রাট প্রাথমিক বিদ্যালয় গুলো হলো-চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের হাজী বদিউজ্জামান রেজিষ্ট্রাট প্রাথমিক বিদ্যালয়, বদরখালী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বমু বিলছড়ি ইউনিয়নের বমু সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিরিঙ্গা ইউনিয়নের চরনদ্বীপ ভুমিহীন সমবায় রেজিষ্ট্রাট প্রাথমিক বিদ্যালয়, চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোনাখালী ইউনিয়নের মরংঘোনা রেজিষ্ট্রাট প্রাথমিক বিদ্যালয়, হারবাং ইউনিয়নের হারবাং বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরাজপুর মানিকপুর ইউনিয়নের মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিরিঙ্গা ইউনিয়নের মধ্য সওদাগরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!