চকরিয়ায় হাতি আতঙ্কে দিন কেটেছে এলাকাবাসীর

কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নে খাবারের খোঁজে বন থেকে লোকালয়ে নেমে এসেছে তিনটি বন্যহাতি। এর মধ্যে দুটি বাচ্চা হাতি রয়েছে। হাতি লোকালয়ে চলে আসায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরাদিন চেষ্টা করে হাতিগুলোকে বনে ফেরাতে সক্ষম হয়েছে সাফারি পার্কের একদল বন কর্মকর্তা ও হারবাং পুলিশ ফাঁড়ির সদস্যরা।

রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার বরইতলী ইউনিয়নের পুরত্যাখালী রাবার ড্যাম এলাকায় প্রবেশ করে তিনটি হাতি।

স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দিন বলেন, ‘ভোরে পুরত্যাখালী রাবারড্যাম এলাকায় মরিচক্ষেতে শাবকসহ তিনটি হাতি দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় হাতি দেখে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে বনবিভাগের লোকজনকে খবর দেওয়া হয়। থানা পুলিশ ও বনবিভাগের লোকজন হাতি তিনটিকে পাহাড়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে বড় ধরনের কোনো ক্ষতি করেনি হাতিগুলো। বনে এখন চরম খাবার সংকট। খাবারের সন্ধানে এসব হাতি লোকালয়ে চলে এসেছে।’

ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘তিনটি হাতি বরইতলীর পুরত্যাখালী এলাকার একটি গ্রামে চলে এসেছে খবর পেয়ে দ্রুত বনবিভাগের কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। উৎসুক লোকজনের জন্য কাজ করতে একটু অসুবিধা হয়েছে। হাতির বের হওয়ার পথও বন্ধ করে দিয়েছে লোকজন। সন্ধ্যার আগে হাতি তিনটিকে বরইতলীর পাহাড়ের উপর তুলে দেওয়া হয়েছে।’

হারবাং পুলিশ ফাঁড়ির আইসি আমিনুল ইসলাম বলেন, ‘হাতি দেখতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে লোক আসতে থাকে। বনবিভাগের লোকজনকে ভিড় সামলাতে বেগ পেতে হচ্ছিল। পরে আমরাসহ বনবিভাগের কর্মীরা মিলে হাতি তিনটিকে লোকালয় থেকে পাহাড়ে দিকে তুলে দিই।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!