চকরিয়ায় সড়কে প্রাণ হারানো সেই ছয় ভাইয়ের পরিবারকে প্রধানমন্ত্রীর ৩৫ লাখ টাকা অনুদান

কক্সবাজারের চকরিয়ায় সড়কে প্রাণ হারানো সেই ছয় ভাইয়ের পরিবারকে ৩৫ লাখ টাকা অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।

তিনি বলেন, ‘সড়কে প্রাণ হারানো ছয় পরিবারের সদস্যদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছে। চেক হাতে আসলেই ওই অনুদানের টাকা পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।’

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলমের একান্ত সচিব মো. আমিন চৌধুরী বলেন, ‘চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়। পরবর্তীতে সাংসদ জাফর আলম সড়কে প্রাণ হারানো পরিবারের সদস্যদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত ছয় পরিবারকে ৩৫ লাখ টাকার অনুদান দেন।’

এছাড়া কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকেও কয়েক দফায় নগদ অর্থ ছাড়াও খাদ্য ও বস্ত্র প্রদান করেন। চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জমিসহ ৮টি ঘর তৈরি করে দেওয়া হচ্ছে।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাটস্থ হাসিনা পাড়া এলাকায় প্রয়াত বাবা সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্টান পূর্ব ক্ষুদান্ন দান শেষে বাড়ি ফেরার পথে সবজি বোঝাই পিকআপ ভ্যানের চাপায় নিহত হন ছয় ভাই অনুপম সুশীল, নিরুপম সুশীল, দিপক সুশীল, চম্পক সুশীল, স্মরণ সুশীল ও রক্তিম সুশীল। এসময় আহত হন ভাই প্লাবন সুশীল ও বোন হীরা সুশীল।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!