চকরিয়ায় স্কুলে ক্লাস নিলেন ইউএনও

কাজের অংশ হিসেবে স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। বুধবার (২৮ আগস্ট) সকালে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নেন তিনি। ইউএনও বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, আদর্শ ছাত্রের নীতি-নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ‌‘কাজের অংশ হিসেবে প্রায় সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনে যেতে হয়। এ সময় আমি কাজের ফাঁকে স্কুলগুলোতে ঢুকে ক্লাস নিই। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এটা আমার খুব ভালো লাগে। তাছাড়া এসব কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নীতি-নৈতিকতা সম্পর্কেও অবগত করি। তাদের দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং সত্যিকারের একজন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

পরে তিনি অভিভাবকদের উদ্দশ্যের বক্তব্য রাখেন। তিনি অভিভাবকদের বলেন, একজন সন্তানের সুন্দর ও সুনিশ্চিত ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের গুরুত্ব অপরিসীম। তাদের মেধা ও মননের প্রসার ঘটানোর জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিতে হবে। বন্ধুদের সঙ্গে কোনো খারাপ পরিবেশে মিশে কিনা, গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে কিনা এসব বিষয়ে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে।

চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম এনামুল হক বলেন, ‘এ স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৬০০ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে ১১২জন তার মধ্যে উপস্থিত ছিলেন ১০০ জন এবং নবম শ্রেণীতে শিক্ষার্থী রয়েছে ১০৫ জন তার মধ্যে উপস্থিত ছিলেন ৯০জন।’

তিনি আরও বলেন, ইউএনও স্যার মাঝে মাঝে এসে ক্লাস নেন। ওনার ক্লাস নেওয়ার ধরনটা খুবই চমৎকার। যার কারণে শিক্ষার্থীরা খুব মজা পেয়েছে। অনেক বিষয় নিয়েই তিনি আলোচনা করেছেন।
অভিভাবকরা জানান, এধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। এতে করে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে জবাবদিহিতা এবং শৃঙ্খলা ফিরে আনবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!