চকরিয়ায় শর্টসার্কিটের আগুনে পুড়লো বসতঘর

কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই বসতঘর মালিকের নগদ টাকাসহ বাড়ি পুড়ে ২০ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করলেও ফায়ার সার্ভিস বলছে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (৬ জুন) ভোর রাত ৩টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছনুয়া পাড়ার নুরুল আলমের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘঁনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবারের মালিক নুরুল আলম জানান, ‘সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত তিনটার দিকে বাড়িতে হঠাৎ আগুন দেখে চিৎকার শুরু করি। পরে স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনী ও স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি দাবি করেন, ‘অগ্নিকান্ডের ঘটনায় আমার নগদ টাকাসহ প্রায় ২০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.সাইফুল হাসান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘঁটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। একজন বৃদ্ধ মহিলা ওই ঘরে থাকতেনন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হতে পারে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!