চকরিয়ায় মাস্ক না পরে জরিমানা দিতে হল ৪৩ জনকে

মাস্ক না পরায় দোকানদারসহ ৪৩ জনকে জরিমানা দিতে হয়েছে কক্সবাজারের চকরিয়ায়। স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা এবং মুখে মাস্ক না পরায় ৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চকরিয়া পৌরশহরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সৈয়দ শামসুল তাবরীজ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, স্বাস্থ্যবিধি না মেনে দোকান পরিচালনা এবং সরকারি নির্দেশ অমান্য করে মাস্কবিহীন রাস্তায় চলাচল করায় ৪ দোকানসহ ৪৩ জনের কাছ থেকে ৩১টি মামলার বিপরীতে ৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি জনগণকে মাস্ক পড়তে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে প্র‍য়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘সরকারি নির্দেশ অনুযায়ী মাস্ক পরা বাধ্যতামূলক। বাজারে আসা ক্রেতা-বিক্রেতা উভয়কেই মাস্ক পরতে হবে। কেউ মাস্ক না পরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংক্রমণ, রোগ নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নিমূল আইনের আলোকে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!